Ux Law’s in Bangla | ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন ল’স | ইউএক্স ডিজাইন
আসলামুয়লাইকুম, প্রিয় পাঠক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা বললো UX Law’s বা User Experience Law’s নিয়ে । Ux এ Law প্রকারভেদ নিয়ে অনেক মতামত রয়েছে। আমরা ঐদিকে আজকে যাবো না। আমরা আজকে কথা বলবো প্রধান ৫ টি Law নিয়ে । চলুন কথা না বাড়িয়ে উদাহরণ সহ জানা যাক।
- Hick’s Law
- Fitts’s Law
- Jakob’s Law
- Law of Proximity
- Miller’s Law
Hick’s Law :
সহজ ভাষায় বলতে গেলে এটি ব্যবহারকারীকে ডিজিশন নিতে সাহায্য করে । যেমন ধরুন, আমরা কোন কিছু ক্রয় করতে গেলে অনেক সময় দ্বিধায় পড়ে যাই এভেবে যে কোনটা রেখে কোনটা নিবো বা কোনটা ভালো হবে বা কোনটা খারাপ হবে। ঐ অবস্থায় অনেক সময় ঐ প্রতিষ্ঠান কতৃকেই কিছু সাজেশন পাই, যা আমাদের ডিসিশন নিতে সাহায্য করে। মূল এটাই হচ্ছে Hick’s Law । নিচে একটি উদাহরণ এর মাধ্যমে দেখানো হলো।
image from namecheap
STELLAR , STELLAR PLUS , STELLAR BUSINESS ৩ টা হোস্টিং প্যাকেজ রয়েছে। লক্ষ করলেই দেখতে পাবেন যে , STELLAR PLUS উপরে POPULAR লিখা আছে। অর্থ্যাৎ , ঐ প্রতিষ্ঠান আপনাকে POPULAR লিখা মাধ্যমে জানান দিতে যাচ্ছে যে , এটি আপনার জন্য কার্যকর হতে পারে এবং আপনি চাইলে এটি ক্রয় করতে পারেন।
Fitts’s Law :
Action Terget ঠিক করা বা আরো সহজ করে বলতে গেলে হাইলাইট করা । অর্থ্যাৎ , আমরা যখন কোন অ্যাকশন বা ক্লিকের মাধ্যমে পরবর্তী ধাপে যাওয়ার আগে মাউস পয়েন্টার ঐ নিদির্ষ্ট স্থানে নিয়ে গেলে হাইলাইট করার মাধ্যমে বুঝানোন প্রক্রিয়া হচ্ছে Fitts’s Law ।
এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে মাউস পয়েন্টার নেয়ার সাথে সাথে বাটনটি হাইলাইট হচ্ছে কিন্তু এখন অ্যাকশন হয় নি। অর্থ্যাৎ ব্যবহারকারীকে বুঝাতে চাচ্ছে যে আপনি এখানে অবস্থান করছেন এবং ক্লিক এর সাথে সাথেই অ্যাকশন সম্পূর্ণ হবে।
Jakob’s Law :
নিদির্ষ্ট কিছু অংশ কপি রাখা।
আমরা যদি একটি ই-কমার্স সাইটের কথাই চিন্তা করি তাহলে সেখানে কিছু কমন ফাংশন থাকে যা অন্য আট দশটা সাইটের মধ্যে থাকে। যেমন : payment Gateway, Delivery Address ইত্যাদি । এখন আমরা যদি ঐ কমন বিষয় গুলো কে ইউনিক করতে গিয়ে অন্যভাবে প্রকাশ করি তাহলে ব্যবহারকারীকে একটি খারাপ অভিজ্ঞতা মধ্য দিয়ে যেতে হবে যা কারোই কার্ম নয়। তাই ব্যবহারকারী যেগুলো যেগুলো দেখে অভ্যস্থ তাই দেখানো ।
Law of Proximity
গ্রুপ করে কাছাকাছি রাখা । অনেক সময় একই ধরনের অনেক উপাদান থাকে। তখন ডিজাইনকে আরো নান্দনিক এবং ব্যবহারকারীর নিকট আরো আকর্ষণীয় করে তুলার জন্য আলাদা না রেখে গ্রুপ করে রাখা হয়।
Miller’s Law :
সার্ভিস ক্যাটাগরি অনুসারে ভাগ করে রাখা।
image from daraz
যেমন ধরুন , আপনি কোন প্রতিষ্ঠান থেকে বই ক্রয় করতে চাচ্ছেন । এখন ঐ প্রতিষ্ঠান আপনার সামনে যদি হাজার হাজার পণ্য প্রদর্শন করে তাহলে আপনি কাঙ্ক্ষিত পন্য টি পাবেন না এবং আপনাকে একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে । এই সমস্যা দূর করতে মূলত এ ক্যাটাগরি অনুসারে সাজানো । ফলে ক্রেতা সহজেই তার কাঙ্ক্ষিত পণ্য ক্রয় করতে পারে সহজেই ।
আজকে এ পর্যন্তই। অন্যদিন আরো বিস্তারিত এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানানো জন্য হাজির হব। আপনারা UX Law’s English আর্টিকেল পড়তে চাইলে এখানে অনুসরণ করতে পারেন।