বইয়ের নাম যেমন কাজটাও অনেকটা সেরকম। আত্নবিশ্বাস বাড়ানোর জন্য নানা জন নানাভাবেই মোটিভেশন টটিভেশন দেয়া । তবে ঝংকার ভাইয়ার ধরন টাই ইউনিক। সাধারণ আত্নউন্নয়ন বা ক্যারিয়ার নিয়ে বইগুলো পড়তে গেলে এক প্রকার অজানতেই বিরক্ত কাজ করে। কিন্তু ঝংকার মাহবুব এর বইগুলো প্রচলিত বই থেকে সত্যিই আলাদা। আপনার ডাউন ব্যাটারিকে ফুল করতে হলে অবশ্যই পড়া উচিত।
এবার বইতে আসা যাক, আমরা যখন প্রতিষ্ঠানিক শিক্ষা অর্জন করার পাশাপাশি যে কোনো কাজ করার সময় / যে কোনো পরিস্তিতিতে , যেকোনো ধরনের কাজ করার সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়।,তখন মাথার ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগে ,(সফল হতে পারবো কিনা, এই কাজ করলে লোকে কি বলবে ,যদি সফল না হই এরকম টাইপের ) এ সিচুয়েশন থেকে উদ্ধারের জন্য কারো না কারো থেকে গাইডলাইন নেয়া প্রয়োজন। আর বইতে সে গাইডলাইন দেয়া হয়েছে।
বইতে এক ঘনিষ্ট বড় ভাই তার ছোট ভাইকে বিভিন্ন সিচুয়েশনের গাইডলাইন দিচ্ছে। যে কোনো খারাপ সিচুয়েশন এ পড়লে যেকোনো কাজে সফল হতে হলে, কনফিডেন্স বাড়াতে হলে, সময়কে কাজে লাগাতে হলে, নিজেকে কন্টোলিত করতে হলে, ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হলে , বিজনেস করতে কি কি ফর্মুলা মানতে হবে, আত্নবিশ্বাসী হতে হলে কি করতে হবে ইত্যাদি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং উদাহরণ দিয়ে বুঝাতে চেয়েছেন।
বইর কিছু ভালো লাগার দিক-
- বইটা একেবারে সহজ ভাষায় লিখা।
- বইতে ছবি একেঁ বিসয়বস্তু আরো ফুটিয়ে তুলা হয়েছে।
- লাইপের ব্যাটারী চার্জ মাপার জন্য একটি ব্যাটারী ও কিছূ বিষয়বস্ত তুলে ধরা হয়েছে।
- জীবন কে লাইনে আনার জন্য কিছূ টিপস।
- স্পেশাল পুরস্কার + লাইপে আত্নবিশ্বাস যোগানোর ফায়দা।
- ৫ স ফর্মুলা। (পড়লে বুঝতে পারবেন)